Ami Amari Moto Lyrics – Arbovirus Band
Posted by yuva sri on July 1, 2021
Ami Amari Moto is the first song from the EP Otopor. The Ami Amari Moto Song Is Sung by Sufi Maverick from Arbovirus Bangla Band. The Mixed And Mastered at Studio Hotbox by Raef Al Hasan Rafa. The Ami Amari Moto Lyrics penned by Arbovirus and Produced by GP Music. The song director, Editor by Marib Alam, and the Cinematography by Tahsin Rahman.
If you want to know the latest details about Accidental Killing, Addressing Police Misconduct, and Arrest Gone Bad Click here.
Ami Amari Moto Song Lyrics In Bengali
কিছু ভুল যায়না বোঝা কাছ থেকে
কিছু ভুল শেকড় ছড়ায় ধীরে ধীরে
আমরা হেরে যাই নিজের কাছে।
ও ও…
কিছু ভুল যায়না দেখা
কিছু ভুল আসেনা সংজ্ঞায়,
আমি আমারই মতো
ভাবিনি কারো কথা।
ভেবোনা কিছুই ছোঁয়নি আমাকে
ভেবোনা শেকড় ভাঙেনি মাটি।
তবে কিসের অপেক্ষা
কিছু বদলে যেতনা,
আমি আমারই মতো
কিছু বদলে যেতনা।
আমরা পারিনা বদলাতে
অথবা দূরে সরে যেতে নিজের থেকে,
তবে কেন এই চেষ্টা, শুধুই ব্যার্থতা
বিপরীত গল্প থাকুক তারই মতো।
ও ও…
তবে কিসের অপেক্ষা
কিছু বদলে যেতনা,
আমি আমারই মতো
ভাবিনি কারো কথা।
Also, Read: Tui Chol-Brahma Song Lyrics – Brahma Janen Gopon Kommoti
