Oi Dakche Aakash Video Song,Lyrics – Kidnap
Posted by digi1 on May 24, 2019
Kidnap is one of the best romantic movies directed by Raja Chanda. Oi Dakche Aakash Song is from the movie Kidnap. Singer of Oi Dakche Aakash Song is Pawandeep, Music composed by Jeet Gannguli and lyrics is written by Raja Chanda. Here after article you will get Oi Dakche Aakash Lyrics.
Oi Dakche Aakash Bengali Lyrics
ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ওই একমুঠো নীল, উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
ঐ ডাকছে আকাশ, যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল, উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
এই ব্যস্ত শহর, তোর আসার খবর,
দিতে একছুটে আসলো আমায়।
তোর নামের ফলক, মনে খুশির ঝলক,
বুকে ঝড়ো হাওয়া, কে আর থামায়।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ওই খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
নীল মেঘের পালক,
আজ সব তোরই হোক।
উপহার দেবো, চাইছি তোকে।
রোদ মখমলে দিন, আজ ভীষণ রঙিন,
একা বয়ে চলা ঢেউ এ বুকে।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
Also, Read:
- Latest South Indian movies online free – hdmediahub.net
- Here you can watch the latest movies online – movietimes.club
- Latest movies watch and download online from filmnagar.club
- Here you can get latest Action thriller movies online – goldstarmovies.xyz
- All-time super hit movies online from filmibeat.club
- Check out the new movies online free – hdmedia.club
